কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া দরবেশপুর গ্রামে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে রাজু আহম্মেদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ হত্যাকা- ঘটে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গভীর রাতে প্রতিপক্ষ আবু বক্কর ছিদ্দিক গ্রুপের একদল লোক হঠাৎ রাজুর বাড়ি ঘেরাও করে এবং বাড়িতে প্রবেশের পর ঘুমন্ত রাজুকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ রাজু মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা গুলিবিদ্ধ রাজুকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু দরবেশপুর গ্রামের মুন্তা ম-লের ছেলে ও মামুন অর-রশিদ গ্রুপের সমর্থক। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকায় দুই গ্রুপের দীর্ঘদিনের সংঘাত-সংঘর্ষ ও খুন-খারাবি চলে আসছে। এ হত্যাকা-ের ফলে আবারো এলাকায় অশান্ত হয়ে উঠতে পারে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মামলা দায়েরর প্রস্তুতি চলছিলো বলে পুলিশ জানিয়েছে। এদিকে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে চারজনকে আটক করা হয়েছে বলে থানার ওসি সাব্বিরুল আলম জানান।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম সত্যতা স্বীকার করে জানান, বিবাদমান দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরেই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।