কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন করোনায় ও দুজন উপসর্গ নিয়ে মারা যান।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ১১৬ জন। শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৪৮ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১১৬ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৩৪ জন, দৌলতপুরের দুই, কুমারখালীর ৩৩, ভেড়ামারার ২২, মিরপুরের ১৮ ও খোকসা উপজেলার সাতজন রয়েছেন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৬ জন। নতুন ১০ জনসহ জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৮ জনে। আর ১১৬ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬১৯ জনে।

 

Comments (0)
Add Comment