কুষ্টিয়ায় একদিনে আরও ৫ জনের মৃত্যু

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৯৭ জন করোনা ও ৩০ রোগী উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭.৩৫ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা পরীক্ষা করেছেন ৯৬ হাজার ৬৯১ জন। এদের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯১ হাজার ৫২৫ জনের। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন ৫ হাজার ১৬৬ রোগী। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৩৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৫০ রোগী। জেলায় মোট ৭১২ জন মারা গেছেন।

Comments (0)
Add Comment