কুষ্টিয়া প্রতিনিধি: জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ফাসির দাবিতে কুষ্টিয়ার মিরপুরে পৌর বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে পৌর বিএনপির সভাপতি আব্দুর রশীদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, খুনি ইনুর বিচার শেষ করে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে জাতীয়তাবাদী দল বিএনপি কর্মসূচি পালন করবে বলে জানান। এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, শিশু বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান নয়ন, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর বিএনপি নেতা শাহাদত হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম-আহ্বায়ক ইফতেখার আলম শিল্পু, নাসিরুজ্জামান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, ছাত্রনেতা মিলন ম-ল, টুটুল, নাসিম ম-ল, আবির হোসেন, হৃদয় রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার মশান বাজারে ইনুর ফাঁসি চেয়ে বারুইপাড়া ইউনিয়ন বিএনপি কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।