ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান হাবি (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত রোববার রাতে কালীগঞ্জ শহর থেকে একতারপুর বাড়ি ফেরার পথে দুলালমুন্দিয়া-চাপরাইল সড়কের সিংগি ঘোষপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাতেই কালীগঞ্জ হাসপাতালে নেয়ার পর সোমবার ভোরে মারা যান। নিহত হাবিব একতারপুর গ্রামের সাজেল হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল¬া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।