কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত ও অভিভাবককে মারপিট করার ঘটনায় হৃদয় (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার গয়েশপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হৃদয় ওই গ্রামের সদর মোল্লার ছেলে। ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার মেজর শরীফুল আহসান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুক্তভোগী কিশোরী কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। গত ১৯ জুলাই মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে তাকে উত্ত্যক্ত করে এলাকার কয়েকজন বখাটে। এরই প্রতিবাদ করায় ওইদিনই মেয়ের বাবা ও অপর একজনকে মারধর করেন তারা। সোমবার (২৫ জুলাই) মেয়ের চাচাকে মারপিট করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ওইদিন রাতে আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। এরপর তাদের গ্রেফকারে র্যাব বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। বুধবার দুপুরে উপজেলার গয়েশপুর গ্রামের নিজ বাড়ি থেকে মামলার অন্যতম আসামি হৃদয়কে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান র্যাব এ কর্মকর্তা।