কালীগঞ্জে ইউএনওসহ ৭ জনের বিরুদ্ধে মামলা : দুদককে তদন্তের নির্দেশ

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের স্বাক্ষর ছাড়াই টাকা তোলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ সিনিয়র স্পেশাল জজ আদালতে বাদী হয়ে মামলাটি করেন কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক নাজিম উদ দৌলা।

এ মামলার আসামিরা হলেন কলেজের প্রধান হিসাবরক্ষক রজব আলী, সহকারী অধ্যাপক মনোজ কান্তি বিশ্বাস, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, শাহজালাল ইসলামী ব্যাংকের কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক এবিএম আহসানুল কবীর, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেন ও ব্যাংকটির খুলনা বিভাগীয় জোনাল হেড সাইদুর রহমান।

কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান ২০১৮ সালের ১২ আগস্ট কলেজটি সরকারি হওয়ার পর মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের পত্রাদেশ ছাড়া যারা পারস্পারিক যোগসাজশে শাহজালাল ইসলামী ব্যাংকের ৫৮৫৮ ও ৬১২৭ হিসাব নম্বর থেকে টাকা তুলেছেন তার আদ্যোপান্ত তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সরকারি মোবাইল নম্বরে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ ধরেননি।

দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট মোকাররম হোসেন টুলু জানান, সোমবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করেন কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Comments (0)
Add Comment