কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ ও রাসুল (সা.)-কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা এবং হাসান গালিবের গ্রেফতার ও উপযুক্ত শাস্তি এবং র্যাব কর্মকর্তা ধর্ষক আলেফের বিরুদ্ধে ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে কার্পাসডাঙ্গা ইউনিয়ন তাওহিদি জনতার আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে কবরস্থান মোড় হতে বাজার পর্যন্ত বিক্ষোভ র্যালি করা হয়। এ সময় কার্পাসডাঙ্গা এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।