কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে কলেজের অধ্যক্ষ মো. হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি ও কলেজ গভর্নিং বডির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শরীর ও মনের সমন্বয় এবং ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে। খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধুমাত্র আমাদের দেহমনকেই সুস্থ রাখে না, বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে। খেলাধুলায় সকলেই অংশ গ্রহণ করেছে, খুবই ভালো লাগছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গভর্নিং বডির সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল মামুন এরশাদ, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, আবুল কাশেম, মো. বিল্লাল হোসেন, গিয়াসউদ্দিন, ইব্রাহিম হোসেন, আব্দুর রহমান, ইদ্রিস আলী, আয়ুব হোসেন, বিলাল হেসেন, প্রভাষক গিয়াস উদ্দিন, মিজানুর রহমান, আশরাফ আলী, পলাশ ঘোষ, মো. সালাউদ্দিন, মো. শামিমুর রহমান, শাফিয়া খাতুন, শেফালী খাতুন, তানিয়া খাতুন, শরিফুল সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মো. শরিফুল, মো. মকছেদুল, সাদিকুর রহমান রুবেল, মো. সাইফুল, নাজমা আক্তার বানু, ফাতিমা খাতুন, প্রদর্শক জাহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম। পরে কলেজের সকলকে নিয়ে পিকনিকের আয়োজন করা হয়।