কার্পাসডাঙ্গায় পুলিশের অভিযানে তিন কেজি গাঁজাসহ আরামডাঙ্গা গ্রামের লাল্টু আটক

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে আরামডাঙ্গা গ্রামের মো. লাল্টু (৩২) গাঁজাসহ আটক হয়েছে। লাল্টু আরামডাঙ্গা গ্রামের আলাল উদ্দিনের ছেলে। পুলিশসূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই ইমরান হোসেন ও এএসআই মসলেম উদ্দিন সঙ্গীয় সদস্যদের নিয়ে আরামডাঙ্গা গ্রামের মো. রশিদ এর বসতবাড়ি সংলগ্ন মুদি দোকানের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় লাল্টুর কাছে থাকা ৩ কেজি গাঁজাসহ লাল্টুকে আটক করে পুলিশ সদস্যরা। গাঁজাসহ লাল্টুকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে ফাঁড়ি পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে পুলিশসূত্রে ।

Comments (0)
Add Comment