কার্পাসডাঙ্গায় জীবন দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জীবন দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি-০৩৩০)’র আয়োজনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চার্চের ধর্মযাজক দীপক উজ্জ্বল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য শিমসন বাবুল মন্ডল, সুদিন সরকার, তাপস বিশ্বাস, পাশকলিনা মন্ডল, শিক্ষক মিসেস মনি বিশ্বাস, মিসেস সুইটি মন্ডল, মিসেস লিয়া মন্ডল, মি. মাইকেল সরকার, বিপ্লব বিশ্বাস, মিসেস লাভলী চন্দ্রা বিশ্বাসসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মিসেস সুইটি মন্ডল।