কার্পাসডাঙ্গার ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বহিষ্কার

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশারপক স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাত আনুমানিক ১১টার দিকে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি, সম্পাদক স্বাক্ষরিত পত্রে তাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে স্থায়ী ভাবে বহিষ্কার করা হয়।
দলীয় প্যাডে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক মো রফিকুল হাসান তনু’র যৌথ স্বাক্ষরিত এক পত্রে কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আবুল বাসারকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সকল দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই পত্রে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের তার সাথে দলীয় সম্পর্ক না রাখার জন্য নিদের্শনা প্রদান করা হয়।
এছাড়াও পৃথক পৃথক পত্রে কার্পাসডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো রাজু আহমেদ, মো সেলিম উদ্দীন, মো মুনছুর আলী, ও মো সুমন এর সাথে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো সম্পর্ক নেই বলেও স্পষ্ট করা হয়েছে। যদি বিএনপি ও অঙ্গ সংগঠনের কেউ তাদের সাথে দলীয় সম্পর্কে জড়িত হয় তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যাবস্থা নেয়ার হুশিয়ারি দেয়া হয়।