কর্মী সম্মেলন উপলক্ষ্যে কার্পাসডাঙ্গায় যুব জামায়াতের প্রস্তুতিসভা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষ্যে কার্পাসডাঙ্গায় যুব জামায়াতের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় কার্পাসডাঙ্গা বালিকা মাদরাসা প্রাঙ্গনে যুব জামায়াতের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাও. আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শামসুল হক, ১নং ওয়ার্ড আমির আবু সুফিয়ান, ইউনিয়ন যুব জামায়াতের যুগ্ম সম্পাদক শামীম হোসেন, বাইতুল মাল সম্পাদক আবু সাঈদ, সমাজ ও কল্যাণ সম্পাদক মো. ইয়ানুর রহমান ইয়ামিন, ১নং ওয়ার্ড যুব আমির মো. মেসবাহ, ৪নং আমির বিল্লাল, ২নং ওয়ার্ড আবুল কালাম ও হাসান আর ইউনিয়ন যুব জামায়াতের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চানলায় ছিলেন যুব জামায়াতের সাধারণ সম্পাদক আজিজুল হক।