করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা যেনো পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে

চুয়াডাঙ্গায় অনলাইন ডিজিটাল মেলা উপলক্ষে সেমিনারে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অনলাইন ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে ‘কোভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জুম অ্যাপসের মাধ্যমে সেমিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন। দুই ঘন্টাব্যাপী সেমিনারে জুম অ্যাপসের মাধ্যমে যুক্ত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল, জেলা তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুরাইয়া মমতাজের সঞ্চালায় সেমিনার পেপার প্রেজেন্টেশন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, জুম অ্যাপসের মাধ্যমে যুক্ত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান ও আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান। সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনা পরিস্থিতে শিক্ষার্থীরা যেনো পিছিয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইতোমধ্যে স্থানীয় ক্যাবল টিভির মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ক্লাস চালানো হচ্ছে। যেসব বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে সেসব বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে ক্লাস নেয়ার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, কোরবানী ঈদ উপলক্ষে গরুর হাট বসছে। সেখানে স্বাস্থ্যবিধি মানানো খুব কঠিন কাজ। সেখানে সাবান দিয়ে হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। এই দুর্যোগ সময়ে প্রযুক্তি আমাদের অনেক কাজে লাগছে। ২৮-৩০ জুন অনলাইন ডিজিটাল মেলা-২০২০ চলছে। মেলাটি দেখতে ভিজিট করুন www.chuadanga.gov.bd. এই ওয়েব সাইটে।

Comments (0)
Add Comment