দর্শনা অফিস: আগষ্ট মানে শোকের মাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদতবার্ষিকী সারাদেশে যথাযথ মর্যাদার সাথে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হচ্ছে। বঙ্গবন্ধুর স্মরণে শোকের মাসে এবারো ভিন্নতার রূপ দিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তার নির্বাচিত এলাকার গরীব, অসহায় ও দুস্থ জটিল এবং কঠিন রোগীদের বিনামূল্যে চিকিৎসার আয়োজনের উদ্দ্যোগ নিয়ে স্থাপন করলেন অনন্য দৃষ্টান্ত। ভারতীয় একঝাঁক বিষেশজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ২ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করা হয়েছে। দুদিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আয়োজক হাজি আলী আজগার টগর এমপি। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা ডাক বাংলো চত্বরে বিনামূল্যে চিকিৎসাসেবা উদ্বোধনের আগে জাতীয়, শোক ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। বিগতবারের মতো এবারে দুদিনব্যাপী এ চিকিৎসা ব্যবস্থার আয়োজন করা হয়েছে দর্শনা অডিটেরিয়াম কাম কমিউনিটি সেন্টারে। উদ্বোধনকালে অনুষ্ঠানের আয়োজক চুয়াডাঙ্গা-২ আসনের তিনবারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা একটি অন্যতম মৌলিক অধিকার। এ কথা ভেবেই বারবার এলাকার অসহায় মানুষের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে থাকি সকলের আন্তরিকতা ও সহযোগিতায়। এ ধরণের আয়োজনের মধ্য দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত এলকার বৃত্তবানদের। এ মহতি উদ্দ্যোগকে সহায়তা করা সকলের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। একটি কথা সকলকে মনে রাখতে হবে, আ.লীগ সরকার গরীব, দুঃখি ও অসহায় মানুষের সরকার। এ সরকার মেহনতি মানুষের কল্যাণে কাজ করে আসছে। জনগণের সেবা করায় আ.লীগের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দেশবাসী আজ সুখে শান্তিতে বসবাস করছে। বিনামূল্যে চিকিৎসাসেবা ওষুধ বিতরণের মতো মহতী আয়োজন দুদেশের মধ্যে সেতু বন্ধন ও চির অটুট বন্ধুত্ব সু-দৃঢ় করবে। এমপি টগর আরো বলেন, আমার নির্বাচনী এলাকার অসহায়, দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠী যাতে উন্নত চিকিৎসা সেবা পেতে পারে সে জন্যই এ আয়োজন করে ধরে রাখতে চাই। জাতির জনকের শাহদত বার্ষিকী উপলক্ষ্যে দুইদিনব্যাপী আমাদের ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমে অনেক অসহায়, গরিব দুঃখী, জটিল রোগাক্রান্তরা উন্নত চিকিৎসা সেবার মাধ্যমে সুস্থ হবে ইনশাল্লাহ। অনেকেরই সাধ থাকলেও সামর্থ না থাকা উন্নত চিকিৎসার জন্য ভারতে যেতে পারে না। তাই ভারতীয় চিকিৎসক দিয়েই তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছি। সেক্ষেত্রে সর্বমহলের আন্তরিক মনোভাব ও সহযোগিতায় এ কার্যক্রমকে সফলতা এনে দেবে। এ আয়োজন আমাদের শুধু স্বাস্থ্য সেবাই নয়, দুদেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করবে। সেই সাথে তৈরী হবে ইন্দো-বাংলা সেতুবন্ধন। চির অটুট থাকবে বন্ধুত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন, ভারতের রুবি হাসপাতালের পরিচালক অরিন্দম সামান্ত, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক হাজি শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। দর্শনা পৌর আ.লীগের সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুবি হাসপাতালের ডেপুটি ম্যানেজার জন মোহাম্মদ, চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহেদ, আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী। দর্শনা পৌর আ.লীগের যুগ্মসম্পাদক গোলাম ফারুক আরিফের প্রাণবন্ত উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন ভারতের রুবি জেনারেল হাসপাতালের কনসালটেন্ট অর্থপেডিক্স ডা. দিপাঞ্জন ভদ্র, কনসালটেন্ট মেডিসিন ডা. কুমার দীপ ব্যানার্জী, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা. তন্ময় মাঝি, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডা. অয়ন মুখপাধ্যায় ও কনসালটেন্ট নেফ্রলজি ডা. অমৃতাক্ষ দেব, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, সহ-সভাপতি সোলাইমান কবির, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হযরত আলী, সহসম্পাদক আ. মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লি¬¬ক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, ছাত্রলীগ নেতা অপু সরকার প্রমুখ। আজ শনিবার দিনভর ফ্রি চিকিৎসা ক্যাম্পে ভারতীয় চিকিৎসকরা রোগী দেখবেন জীবননগরে। আগামীকাল রোববার সকাল থেকেই দর্শনা অডিটেরিয়াম কাম কমিউনিটি সেন্টারে রোগী দেখবেন। এমপি আলী আজগার টগরের ধারাবাহিক এ ফ্রি চিকিৎসা ক্যাম্পে বেশ প্রসংশিত হয়েছেন সর্বমহলে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন এমপি টগর।