এসএসসি পরীক্ষার্থীদের ও অভিভাবকদের জন্য চুয়াডাঙ্গায় ছাত্রদলের সহায়তা কেন্দ্র

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থীদের ও অভিভাবকদের সহায়তা কেন্দ্র ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে জেলা ছাত্রদলের পরীক্ষার্থীসহ তাদের অভিভাবকদের জন্য বসার সুব্যবস্থা প্রয়োজনীয় কলম, পেন্সিল, খাবার স্যালাইন ও পানি সরবরাহের ব্যবস্থা চলমান। এই কর্মসূচি এসএসসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলমান থাকবে। বৃহস্পতিবার জেলার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও চুয়াডাঙ্গা কামিল মাদরাসায় অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা কেন্দ্রে সহায়তা কেন্দ্র চলমান। পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে কলম, পেন্সিল, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দীন আহম্মেদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিস, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সবুজ লস্কর সহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।