স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা ১- আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বঙ্গবন্ধু পরিষদ স্বাস্থ্য বিভাগের জেলা শাখা ও চুয়াডাঙ্গা নিচের বাজার মৎস্য ব্যবসায়ী সমিতি পৃথকভাবে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
বঙ্গবন্ধু পরিষদ স্বাস্থ্য বিভাগের জেলা শাখার উদ্যোগে দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক আরমান আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আতাউর রহমান। দোয়া পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের ঈমাম হাফেজ আব্দুল মজিদ। দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. ওয়ালিউর রহমান নয়ন, জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) ডা. আবুল হোসেন, শিশু বিশেষজ্ঞ আসাদুর রহমান মালিক খোকন, শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ (স্বাস্থ্য বিভাগ) এর চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব রহমতুল্লাহ জুয়েল, সদস্য আখতার হোসেন, বদরুজ্জামান লাভলু, আব্দুর রাজ্জাক, হাদিউজ্জামান, মাফি উদ্দিন, আমিরুল ইসলাম, লুৎফন নাহার, রোকেয়া প্রমুখসহ হাসপাতালের সেবিকারা উপস্থিত ছিলেন।
অপরদিকে, চুয়াডাঙ্গা নিচের বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির অফিসে দুপুরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা নিচের বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি লিপ্টন আহমেদ, আলম, কালু, মৎস্য ব্যবসায়ী কাওসার, ধিরেন, রহিদ, শহিদুল, শুবল, সুনীল, ফজলে রাব্বি ফিট্টু, আলম, হান্নান, মন্টু, শামিম, ছাত্তার, মাসুম, নিরব, রিস্তার, মিন্টু, ফয়সাল, বাবুল প্রমুখ। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা জিনতলা মল্লিকপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হারুন অর রশিদ।