মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে জীবন চৌধুরী ওরফে টিটোন (৩২) নামের এক চা-দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের মৃত্যু হয়। নিহত জীবন চৌধুরী যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি নিজ বাড়ির সঙ্গে লাগোয়া একটি চায়ের দোকান চালাতেন। জীবনের দুজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাতে জীবন চায়ের দোকানে বসে চা বিক্রি করছিলেন। ওই সময় দোকানে চার থেকে পাঁচজন ক্রেতা ছিলেন। রাত ৮টার দিকে তিনটি মোটরসাইকেল নিয়ে সাত থেকে আটজন হেলমেট পরা যুবক হঠাৎ দোকানে ঢুকে পড়ে। এ সময় তারা অস্ত্রের মুখে দোকানের সবাইকে জিম্মি করে জীবনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। একপর্যায়ে জীবন সেখান থেকে দৌড়ে বাড়িতে ঢুকে পড়লে দুর্বৃত্তরাও তার পিছু নিয়ে বাড়ির মধ্যে ঢুকে জীবনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রাখে। পরে দুর্বৃত্তরা সেখান থেকে চলে গেলে স্থানীয় লোকজন জীবনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। যশোরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে জীবনের মৃত্যু হয়। জীবনের প্রতিবেশীরা দাবি করেন, জীবন এর আগে বিভিন্ন সময় নিজেকে র্যাব কর্মকর্তা, কখনো সেনা কর্মকর্তা আবার কখনও পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এসব ভুয়া পরিচয় দিয়ে তিনি একাধিক বিয়ে করেছেন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া বলেন, পূর্বশত্রুতার কারণে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ হত্যাকা-ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নিহত জীবন চৌধুরীর লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে আসা হবে।