চুয়াডাঙ্গার বদরগঞ্জে সোমবার রাত ১২টার দিকে রয়েল পরিবহণকে ওভারটেক করতে গিয়ে পুর্বাশা পরিবহণের সুপারভাইজার দর্শনা ইসলামপাড়ার তৌছার আলী বাবুর ছেলে আরিফ হোসেন ওরফে সাগরের মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে পরিবারের একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবারজুড়ে বইছে শোকের মাতম। পরিবারিকসূত্রে জানা যায়, নিহত সাগর ৫ বোনের একমাত্র ছোট ভাই। সোমবার পরিবহণে যাবার আগে স্ত্রী স্বর্নালী খাতুনের সাথে তার শেষ কথা হয়। আমি গেলাম ভালো থেকো। উত্তরে স্বর্নালী সাবধানে যেও। তখন মা সাইজা বেগম ঘুমিয়ে ছিলেন। তাই ছেলের সাথে তার কোনো কথা হয়নি। পিতা তৌছার আলী বলেন, ৫ মেয়ের পর ছেলে সাগরের জন্ম হয়। পরিবারের একমাত্র পুত্রসন্তান। ৭ মাস আগে পুর্বাশা পরিবহণের সুপারভাইজার হিসেবে কাজে যোগদান করে। সন্তানের লাশ পিতার কাধে। এটা সহ্য করা যেকোনো পিতার জন্য কতোটা কষ্টের বোঝানো যাবে না। সাগরের রয়েছে আলামীন হোসেন সৌরভ নামের ছয় বছরের একটি পুত্রসন্তান রয়েছে।