গড়াইটুপি প্রতিনিধি: মানবতার জন্য সংগঠন হলো একটি পরিবেশবাদী সংগঠন। এই সংগঠন প্রকৃতি, পরিবেশ এবং বন্যপ্রাণী নিয়ে কাজ করলেও প্রায় প্রতিনিয়ত অসহায়, দুস্থ, এতিমদের পাশে থাকে। প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ৬২নং আড়িয়া গ্রামের শাহিন সরকারের বাড়িতে এবং পরবর্তীতে তিতুদহ বাজার পাড়ার নিজাম শেখের বাড়িতে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সমবায় অফিসার ও তিতুদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন তিতুদহ হাফিজিয়া মাদরাসার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
এ সময় প্রধান অতিথি বলেন, মানবতার জন্য সংগঠন সর্বদা সমাজের মানুষের মঙ্গলের জন্য কাজ করে। তারা পরিবেশ নিয়ে কাজ করে। আবার অসহায়দের সহায় হয়ে পাশে দাঁড়ায়। তিনি আরো বলেন, সকলের প্রতি আমার আহ্বান তাদের মত অসহায়, দুস্থদের পাশে সকল বিত্তবান মানুষ যেনো দাঁড়ায়। সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রভাষক আহসান হাবিব বলেন, ঈদ মানে মুসলমানদের আনন্দের দিন। এই দিনে অনেক মানুষ আছে যারা এই আনন্দটুকু হতে বঞ্চিত হয় অর্থাভাবে। আমরা ক্ষুদ্রভাবে তাদের পাশে থেকে আনন্দটুকু বাড়িয়ে দেয়ার চেষ্টা করি। অসহায়ের আনন্দ মানে আমাদের আনন্দ। আমাদের পাশে থেকে আমাদের কাজ কে যারা বেগবান করেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন সরকার বলেন, অসহায় মানুষের মুখের হাসি ফোটানোর জন্য আমরা সবসময় আমাদের সাধ্যমত চেষ্টা করে যায়। আমাদের সংগঠনের জন্য সকলের কাছে দোয়া চাই যেন এইভাবে সকলের পাশে থাকতে পারে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের আব্দুল মান্নান, সুলতান সরকার, মামুন অর রশিদ, ঝন্টু মিয়া, আলামিন, জিসান শেখ, অপু, শাকিল আহমেদ, মশিউর রহমান প্রমুখ। ঈদ উপহার হিসেবে সয়াবিন তেল, লাচ্চা ও লুজ সেমাই, দুধ, চিনি, শ্যাম্পু, সাবান, নুডুলস ও মুড়ি উপহার দেয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের কাজ চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।