জীবননগর ব্যুরো: ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর বাসস্ট্যান্ডে মুক্তমঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। সম্মেলন মাও. সাজিদুর রহমানকে সভাপতি ও মাও. লুৎফর রহমানকে সেক্রেটারি নির্বাচিত করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হাসানুজ্জামান সজিব বিগত আওয়ামী শাসনামলের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আগামী নির্বাচনে সকল দল মত নির্বিশেষে নতুন বাংলাদেশ বিনির্মাণে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি হাসানুজ্জামান সজিব তার বক্তব্যে বলেন, ধর্ষকদের চুড়ান্ত শাস্তি মৃত্যুদ- আইন কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর শাখার সভাপতি মাও. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. সাজেদুর রহমান, মাও. ফিরোজ হোসেন, মৌলবী আবু নাঈম, মাও. আব্দুল হক, ইউনুছ ঢালি, মাও. আব্দুস সালাম, ছাত্রনেতা ইব্রাহীম হোসেন, যুবনেতা মুফতি জাকির হুসাইন, শ্রমিকনেতা মাও. সাইফুল ইসলাম, মাও. আবুল হাসান। মুফতি মুহাম্মাদ ইদরীসের সঞ্চালনায় সম্মেলনে মাও. কেএম সাইফুল্লাহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলন জীবননগর শাখার আহ্বায়ক সোহেল পারভেজ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি শাহ জামালসহ হেফাজতে ইসলাম বাংলাদেশ ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।