ইবি ক্লাব চুয়াডাঙ্গার আয়োজনে দিনব্যাপী জমকালো পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি ক্লাব) চুয়াডাঙ্গার আয়োজনে দিনব্যাপী পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় চত্বরে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ আয়োজনের অংশ হিসেবে ইবি ক্লাব চুয়াডাঙ্গার সকল সদস্য ও তাদের পরিবারের প্রায় দেড় শতাধিক সদস্য লাক্সারী গাড়ি (বাস) যোগে সকাল সাড়ে ১০টায় পৌঁছায় চিরচেনা প্রতিষ্ঠান (কুষ্টিয়া-ঝিনাইদহ) ইসলামী বিশ্ববিদ্যালয় চত্বরে। মিলন মেলার সমন্বয়কারী চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক (ইংরেজি) মহাসিন আলী জানান, গাড়িবহর যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছুনোর পর দিনব্যাপী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মিলন মেলা, ঘুরাঘুরি, সাংস্কৃতিক ও র‌্যাফেল ড্রসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনাসভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে নিজেদের চিরচেনা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে কে কোথায় কি করছেন এ বিষয় নিয়ে চলে চার ঘন্টাব্যাপী স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। আয়োজনের ফাঁকে ফাঁকে চলে চা-চক্র, নাস্তা ও জমকালো আপ্যায়ন। দিনব্যাপী আয়োজনে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইবির সাবেক শিক্ষার্থী চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাগুরা মো. আব্দুল মতিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা মো. তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী, চুয়াডাঙ্গা জনতা ব্যাংকের এজিএম মো. আলমগীর হোসেন,ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গার ম্যানেজার মো. জাহাঙ্গীর আলী, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে (সাধারণ সম্পাদক) জেনারেল সেক্রেটার অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, অ্যাড. লাবলু, অ্যাড. আফজাল, অ্যাড. পারভেজসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যগণ।