স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের হরতাল ও অবরোধের লিফলেট বিতরণকালে ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। অপরদিকে পৃথক দুটি অভিযান চালিয়ে মাদক ও নারী নির্যাতন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-গাংনী উপজেলার নওপাড়া গ্রামের আক্তার আলীর ছেলে হাফিজুর রহমান (৪৩), ধলা গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে আকবর আলী (৩২), মাইলমারী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুদুর রহমান খোকন (৪০) ও সহড়াতলা গ্রামের সেন্টু মিয়ার ছেলে বেল্টু মিয়া। অপরদিকে আদালতের পরোয়ানাভূক্ত দুই আসামি গাংনী উপজেলা নওপাড়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে হুমায়ূন আহমেদ ও গাংনী উপজেলা শহরের মৃত রবিউল ইসলামের ছেলে হজরত আলী (২৭)। গাংনী থানার ওসি বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩১ জানুয়ারি সন্ত্রাসী বিরোধী আইনে গ্রেফতার চার আসামিরা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেছে। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করা হয়। এদের মধ্যে হাফিজুর রহমান, আকবর আলী ও মাসুদুর রহমানের নামে গাংনী থানার সন্ত্রাস বিরোধী আইনে এছাড়া বেল্টুর নামে গাংনী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। অপরদিকে থানা পুলিশ অপর দুটি অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভূক্ত আসামি গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের দর্গাপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে হুমায়ন (২৯) ও মাদকনিয়ন্ত্রণ আইনের মামলার আসামি গাংনী উপজেলা শহরের মৃত রবিউল ইসলামের ছেলে হজরত আলীকে (২৭) গ্রেফতরা করা হয়েছে। গ্রেফতারকৃত হুমায়নের বিরুদ্ধে মেহেরপুর সদর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও হযরত আলীর বিরুদ্ধে চুয়াডাঙ্গার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের যৌতুক নিরোধ আইনে মামলা রয়েছে। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি বিকালে গাংনী উপজেলার মাইলমারী, ধলাসহ কয়েকটি স্থানে ওই চার ব্যক্তিসহ ৬জন লিফলেট বিতরণ করে এলাকায় আতঙ্ক তৈরি করেছে। গ্রেফতারকৃতদের গতকাল সোমবার বিকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।