স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ শৈলকুপায় ইঞ্জিনচালিত অবৈধযান আলমসাধু উল্টে চার যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে শৈলকুপার মদনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোটশলুয়া গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে রাজু আহমেদ (১৯), একই এলাকার মৃত হায়দার বিশ্বাসের ছেলে জালাল বিশ্বাস (৪৫), মৃত আলম শেখের ছেলে কনক উদ্দিন (৪৫) এবং ইসমাইল হোসেনের ছেলে মাহাবুল (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চুয়াডাঙ্গা থেকে পেয়াজের বীজ কেনার জন্য আলমসাধুযোগে ঝিনাইদহে যাচ্ছিলো কয়েকজন কৃষক। পথিমধ্যে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মদনা মোড়ে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আলমসাধুর চালকসহ তিনজন যাত্রী গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন জানান, আহত চারজনের অবস্থা শঙ্কামুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।