আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত যুবক আব্দুর রহিমকে পাবনা থেকে গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ চিকিৎসককে লাঞ্ছিত করা মামলার আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৮ জুলাই রাতে আসামির মোবাইলফোন ট্র্যাকিং করে পাবনা জেলার রূপপুর থেকে আলমডাঙ্গা থানার এসআই আমিনুল তাকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, ১৬ জুলাই যাদবপুর গ্রামের আব্দুর রহিম নামে এক য্বুক তার অসুস্থ পিতাকে হাসপাতালে না নিয়ে গিয়ে নিজে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আশরাফুন নাহার নীনাকে ব্যবস্থাপত্র লিখে দিতে বলেন। ডাক্তার লীনা রোগি না দেখে ব্যবস্থাপত্র লিখে দিতে অস্বীকার করায় আব্দুর রহিম তাকে লাঞ্ছিত করে। এ সময় ওই যুবকের হাতে হাসপাতালের আরএমওসহ আরও এক নারী চিকিৎসক লাঞ্ছিত হন। এ ঘটনায় ওই রাতেই আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, চিকিৎসক লাঞ্ছিতকারীকে গ্রেফতারের ব্যাপারে আমরা সর্বাত্মক গুরুত্ব দিয়েছিলাম। মোবাইলফোন ট্র্যাকিং করে তার অবস্থান নিশ্চিত হয়ে পাবনার রূপপুর থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে।

Comments (0)
Add Comment