আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শেফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জন পরিদর্শন এবং ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) সঙ্গে নিয়ে ক্লিনিক পরিদর্শন করেন।
জানা গেছে, আলমডাঙ্গা কলেজপাড়ায় অবস্থিত শেফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সম্প্রতি বেলগাছি গ্রামের রোগী অপারেশনের প্রায় ২ মাস পর শুকুর আলী মৃত্যুবরণ করেন। এই ঘটনায় গতকাল চুয়াডাঙ্গা সিভিল সার্জন এএসএম মারুফ হাসান পরিদর্শন করেন। এ সময় মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাগিব শাহরিয়ার, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর উপস্থিত ছিলেন। পরে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ন কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে ডা. রাগিব শাহারিয়ারের অভিযোগে ভোক্তা সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার এসআই সিদ্ধার্থ ম-লসহ সঙ্গীয় ফোর্স।