আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা মোনাকষা স্বপ্নের জগৎ শিশু পার্ক থেকে একটি মেছো বাঘ উদ্ধার করেছে আলমডাঙ্গা বন বিভাগ। গতকাল মঙ্গলবার বিকেলে পার্ক থেকে এ মেছো বাঘটি উদ্ধার করে আলমডাঙ্গার বন্ডবিল গ্রামে অবমুক্ত করা হয়।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার মোনাকষা গ্রামের স্বপ্নের জগৎ শিশু পার্কের মালিক কয়েক মাস আগে মিরপুর উপজেলার আমবাড়িয়া থেকে একটি আহত মেছো বাঘ নিয়ে আসেন। অসুস্থ মেছো বাঘটি নিয়ে আসার পর আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলেন। পরে মেছো বাঘটি পার্কের খাঁচায় রেখে দেন দর্শনার্থীদের জন্য। মেছো বাঘটি পার্কের খাঁচায় বন্দী অনেকে এ বিষয়টি আলমডাঙ্গা বন বিভাগ অফিসকে অবগত করেন। আলমডাঙ্গা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল পারভেজ বিষয়টি জেলা বন বিভাগ ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মঙ্গলবার বিকেলে সেখানে বন বিভাগের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে মেছো বাঘটি বন্ডবিল এলাকার একটি বাগানে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবীর, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল পারভেজ, চুয়াডাঙ্গা কাবের বখতিয়ার হামিদ, পার্ক মালিক আলমঙ্গীর হোসেন প্রমুখ।