স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা পৌর ৬নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আশরাফুল হক আশার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তার ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তাকে কুপিয়ে আহত করা হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। আহত আশরাফুল হক আশা আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মিয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে এবং ৬নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি। তার ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে চুয়াডাঙ্গা কৃষকদল। এদিকে, গতরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আশরাফুলের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে যান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম পিটু, জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা, তরিকুল আলম জোয়ার্দার বিলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম ও আলমডাঙ্গা উপজেলা কৃষকদলের সদস্য সচিব ইদ্রিস আলী। এদিকে, আশরাফুলের ওপর হামলায় ঘঠনার নিন্দা ও গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদস্য সচিব তবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, তারিকুল ইসলাম বিলু, আলমডাঙ্গা উপজেলা কৃষকদলের আহ্বায়ক জামাল সাদিক পিন্টু, সদস্য সচিব ডা. ইদ্রিস আলী, পৌর কৃষকদলের আহ্বায়ক মামুন ও সদস্য সচিব প্রিন্স মিয়া।