আলমডাঙ্গা ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বন্ডবিল স্কুল মাঠে পৌর শাখার ৯নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ মাও. মুহাম্মদ হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য মো. রুহুল আমিন। এ সময় তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে ইসলামের শিক্ষা ও আদর্শ প্রচারে কাজ করছে। আমাদের এই সংগঠন সত্য, ন্যায় এবং মানবসেবার মূলনীতিকে ধারণ করে সামনে এগিয়ে যাচ্ছে। দেশ ও জাতির কল্যাণে প্রতিটি সদস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মী হিসেবে আমাদের দায়িত্ব হলো সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে সমাজের উন্নয়ন নিশ্চিত করা।’ তিনি আরও বলেন, টাকার জন্য জামায়াত রাজনীতি করে না। জামায়াত কর্মীরা লাখোপতি না আবার কোটিপতিও না, তারপরও তারা টাকায় বিক্রি হয় না। জামায়াত কর্মীদের সমাবেশে যেতে টাকা লাগে না। জুলাই-আগস্ট বিপ্লবের আগেও ফ্যাসিবাদী গোষ্ঠী জামায়াতকে দুবার নিষিদ্ধ করেছিল। ১৬ বছরে জামায়াত যেভাবে জুলুমের শিকার হয়েছে, অন্যদলের হলে তাদের নাম নিশানা খুঁজে পাওয়া যেত না। তিনি আরও বলেন, শত নির্যাতনে জামায়াত কারো প্রতিশোধ নেয়নি। জনগণ জামায়াতকে ক্ষমতা দিলে জামায়াত দেশ ও জাতী গঠনে আত্মনিয়োগ করবে। জামায়াত ক্ষমতায় গেলে কী করবে, এটা সাধারণ জনগনকে বোঝাতে হবে। অনেকে বলেন জামায়াত ক্ষমতায় গেলে মেয়েদের ঘর থেকে বেড় হতে দেবে না এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আমাদের মা-বোন মহিলা। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে মানুষের কাজ থাকবে, চাকরির জন্য ভিটে বাড়ি বিক্রি করে চাকরি নিতে হবে না। জামায়াত সাধারণ মানুষের কথা বলে। আবু সাঈদের মা, মুগ্ধ’র মা বলেন, সন্তান হারিয়ে যে কষ্ট পেয়েছি, হাসিনা তুমি তা বোঝনা। বুঝলে হাজার হাজার ছাত্র হত্যা করতে পারতে না। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, পৌর জামায়াতের আমির মাহের আলী, জেলা আইন আদালত বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক সভাপতি দারুস সালাম, জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হোসাইন টিপু, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর জামায়াতের শুরা সদস্য মাও. আব্দুল কাদের, পৌর জামায়াতের নায়েবে আমির মাও. জুলফিকার আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন। রফিকুল ইসলামের উপস্থাপনায় কর্মী সমাবেশে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবু জাফর, হামদে বারিতায়ালা পরিবেশন করেন ক্বারী মো. বেলাল হোসেন এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জুয়েল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শফিউদ্দিন, পৌর কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, সাবেক পৌর আমির শেখ রবিউল ইসলাম, পৌর ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামানসহ উপজেলা ও পৌর জামায়াতের ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীলগণ। জেলা ও পৌর পর্যায়ের নেতারা ইসলামী আন্দোলনের বিভিন্ন দিক, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। পরে সমাবেশ স্থান থেকে বিশাল এক মোটরসাইকেল শোডাউন আলমডাঙ্গা শহর প্রদক্ষিণ করে।