আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে ইফতার মাহফিল ও তাৎপর্য আলোচনা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আলমডাঙ্গা হাজি মোড়স্থ লিয়াকত টাওয়ারের লায়লা কনভেনশন হলে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সকল সদস্যের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শহরের বিশিষ্ট নাগরিক সমাজ এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম। মাহে রমজানের তাৎপর্য আলোচনা করেন মাওলানা শাফায়েতুল ইসলাম হিরো ও মাওলানা জুলফিকার আলী। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি সিরাজুল ইসলাম। নওলামারি আলিম মাদরাসার প্রভাষক শাহিন শাহিদের উপস্থাপনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন কমিটির উদেষ্টা মন্ডলির সদস্য সাবেক এমপি মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, বণিক সমিতির সাবেক সভাপতি মকবুল হোসেন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস শহীদ, সহসভাপতি আলমডাঙ্গার সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন রেজা, প্রভাষক আব্দুল হাই, অ্যাড. রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোল্লা ফারুক এলাহী ইসলাম, নাগরিক উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, ক্যাশিয়ার ব্যাংকার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, সাজ্জাদ হোসেন, পৌর জামায়াতের আমীর মাহের আলী, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আকরাম হোসেন সাইরাফি, কুমারি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান, আলমডাঙ্গা সিদ্দীকিয়া আলিম মাদ্রাসার শিক্ষক রহিদুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, কলেজপাড়া কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাজি মীর শফিকুল ইসলাম, ব্যবসায়ী উজ্জল হোসেন, মামুনুর রশীদ মন্ডলসহ নাগরিক উন্নয়ন কমিটির সকল সদস্য ও আলমডাঙ্গা শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।