আলমডাঙ্গা ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার বাংলাদেশ মসজিদ মিশন ও ওলামা বিভাগের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা আড়াইটায় আল আমিন সোসাইটি হাফেজিয়া মাদরাসার হলরুমে আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে বাংলাদেশ মসজিদ মিশন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নানেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, সমাজে বিয়ে শাদী, বিবাদ মিমাংসা, সামাজিক রীতি নীতি সকল কাজের ক্ষেত্রে আলেম ওলামারা যে গুরুত্ব দিয়ে থাকেন, রাষ্ট্র গঠনের জন্য সৎ যোগ্য মানুষ তৈরির জন্য দ্বীন প্রতিষ্ঠায় আমাদেরকে আরও বেশি যতœবান হওয়া দরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, আলমডাঙ্গা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জামিরুল ইসলাম। এছাড়াও মসজিদ মিশনের আলমডাঙ্গা পৌর সভাপতি আশরাফুল আলম বাবু, সেক্রেটারি মাওলানা আব্দুল হান্নান, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা ওবাইদুল্লাহসহ উপজেলা ও ইউনিয়নের পর্যায়ের ওলামা দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলটি সঞ্চালনা করেন মসজিদ মিশনের আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মাওলানা শওকত আলী।