আলমডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া বাসস্ট্যান্ড মোড়ে কালিদাসপুরে সকল ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য না টাঙানো, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখাসহ নানা অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ।

জানা গেছে, উপজেলার কালিদাসপুর মোড়ে কুষ্টিয়া বাসস্ট্যান্ডের বেশ কয়েকটি দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক অভিযান পরিচালনা করেন। অভিযানে মেসার্স টিটু এন্টারপ্রাইজে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, পণ্যের মূল্য তালিকা না টাঙানোর অপরাধে মালিক এনামুল হক টিটুকে ৩ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে কাজল ট্রেডার্সের মালিক কাজল আলীকে ৪ হাজার টাকা জরিমানা করেন। একই স্থানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে রিয়ান স্টোরের মালিক সাহাবুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে রকি স্টোরের মালিক রকিকে ২ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকালে আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment