আলমডাঙ্গায় সুধীজনের অংশগ্রহণে মুক্ত আড্ডা অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ছাত্র প্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ ও অন্যান্য সুধীজনের অংশগ্রহণে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মুক্ত আড্ডায় তরুণ সমাজ তাদের স্বপ্ন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারুণ্যের শক্তিকে ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার উপায় নিয়ে অতিথিরা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। মুক্ত আড্ডায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান, আলমডাঙ্গা রিসোর্চ ইন্সট্রাক্টর জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইছাহক আলী, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছায়া রানী, ছাত্রপ্রতিনিধি মুসাব তৌহিদ, কামরুল হাসান কাজল, আরাফত, রাকিবুল ইসলাম ইমন, সাকিব মাহমুদ, আতিকুজ্জামান মিরাজ, সাদি হাসান,পারভেজ আলী, প্রত্যাশা এনজিওর ইউনুস আলী, ইমপ্যাক্ট ফাউন্ডেশনের মিলন আহমেদ, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার সালমা আক্তার, শামীমা নাসরিন, ইউনিয়ন সমাজকর্মী শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, খোদা বকস, রুমা খাতুনসহ স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন এনজিওর কর্মকর্তা প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে তরুণদের উদ্ভাবনী চিন্তা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতাকে কাজে লাগাতে হবে। বর্তমান প্রজন্ম যদি সঠিক দিকনির্দেশনা পায় এবং সুযোগ সৃষ্টি করা হয়, তবে তারা আগামী দিনের বাংলাদেশকে আরও উন্নত ও আধুনিক করে গড়ে তুলতে পারবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার, উদ্যোক্তা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কীভাবে অবদান রাখা যায় এমন নানা বিষয়ে নিজেদের ভাবনা প্রকাশ করেন। এ সময় আমন্ত্রিত অতিথিরা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। মাদক, বেকারত্ব, সামাজিক অবক্ষয় রোধে নতুন প্রজন্মের সচেতনতা ও উদ্যোগ গুরুত্বপূর্ণ। মুক্ত আড্ডায় উপস্থিত সুধীজনরা তরুণদের দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের প্রতি উদ্বুদ্ধ করেন এবং তাদের ভবিষ্যৎ কর্মকা-ের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন যে, এই ধরনের মুক্ত আলোচনার মাধ্যমে তরুণরা আরও উদ্দীপিত হয়ে দেশের কল্যাণে এগিয়ে আসবে এবং একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।