আলমডাঙ্গা ব্যুরো: সাংগঠনিক কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখা। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা কমিটির অ্যাজেন্ডা নিয়ে বক্তব্য রাখেন মুখপাত্র তাসনীম ফাতেমা রজনী, মুখ্য সংগঠক রাকিবুল ইসলাম ইমন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাকিব মাহমুদ সৈকত, সদস্য সচিব মো. আরাফাত রহমান ও আহ্বায়ক রাকিব মাহমুদ। এ সময় রাকিব মাহমুদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের স্প্রিডকে ধারণ করে আলমডাঙ্গায় এই কমিটি সবসময় নিপীড়িত ও মজলুমের পাশে থাকবে। জনগণের সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরণ ও অধিকার আদায়ে সর্বদা জনমানুষের পাশে থেকে কাজ করবে। এছাড়াও নগর ও পল্লী উন্নয়নের অংশ হিসাবে শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, খেলাধুলা এবং নারী-শিশু উন্নয়নে আলমডাঙ্গাকে আমরা দৃশ্যমান কাজ উপহার দিতে চাই।’ সদস্য সচিব আরাফাত রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হওয়া আপামর জনসাধারণের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটি ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সমাজের সকল মানুষদের সাথে নিয়ে কাজ করে যাবে। প্রতিটি মহল্লায় মহল্লায় আমরা সুষ্ঠু ধারার খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করবো এবং সকল ধরনের স্বেচ্ছাসেবার মাধ্যমে আমরা জনগণের সেবা করবো।’ সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ও সুধীজনকে ধন্যবাদ জানান।