আলমডাঙ্গায় র‌্যাবের অভিযানে কেদারনগরের জাহাঙ্গীর আটক : মাদক উদ্ধার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় র‌্যাব-৬ মাদক বিরোধী অভিযান চালিয়ে কেদারনগর গ্রামের জাহাঙ্গীরকে ৩শ ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে। গতকাল ৫ জুন বেলা তিনটার দিকে আলমডাঙ্গা রেল স্টেশন থেকে টার্মিনাল রোডের মুক্তার স্টোরের সামনে থেকে তাকে আটক করে।

জানাগেছে, উপজেলার কেদারনগর গ্রামের লাল্টু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪০) দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিক্রয় নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিলো। জাহাঙ্গীর আলম বাইরে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয় করে নিয়ে এসে আলমডাঙ্গাসহ আশপাশ এলাকায় বিক্রি করতো। রোববার দুপুরে মুন্সিগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গাংনী ক্যাম্পের সিপিসি-২, র‌্যাব-৬ এসআই  প্রদ্যুৎ কুমার প্রামাণিক সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে আলমডাঙ্গা রেল স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় জাহাঙ্গীর আলম র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে। আটকের পর তাকে তল্লাশি করে তার মাজায় সাথে গামছায় দিয়ে বাধা ৩শ ৮০ পিচ বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। পরে এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

 

Comments (0)
Add Comment