আলমডাঙ্গায় মুন্নি ও তার দুই ছেলে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে এক সময়ের মাদক স¤্রাজ্ঞী মুন্নি ও তার দুই ছেলেকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে উদ্ধার করেছে বাজারে বিক্রয় নিষিদ্ধ ১শ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। ৬ নভেম্বর সন্ধ্যায় মাদক স¤্রাজ্ঞী মুন্নির চায়ের দোকানের সামনে থেকে ট্যাপেন্টাডলসহ তাদের মা-ছেলেদের গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা রেল স্টেশন কলোনির রেজাউলের স্ত্রী এক সময়ের মাদক স¤্রাজ্ঞী মুন্নি চায়ের দোকানের আড়ালে আবারও মাদক ব্যবসা শুরু করেছে। এমন অভিযোগে আলমডাঙ্গা থানার এসআই মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মুন্নি তার দুই ছেলেকে সাথে নিয়ে দোকান থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে দ্রুত বাড়িতে পালানোর চেষ্টা করে। এসময় রেজাউলের স্ত্রী মাদক স¤্রাজ্ঞী মুন্নি খাতুন (৫০) ও দুই ছেলে রবিউল ইসলাম (২৭) ও রাসেলকে (২২) পুলিশ আটক করে। আটকের পর তাদের নিকট থেকে ১শ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।