আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ব্যস্ত বিকেল কাটালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার তিনি প্রথমে আলমডাঙ্গা থানা পরিদর্শন করেন। এসময় আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মাহবুবুর রহমান ফুলের তোড়া দিয়ে তাকে অর্ভথ্যনা জানান। আলমডাঙ্গা থানা পরিদর্শককালে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা থানা পরিদর্শক করে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন।
এরপর জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকবৃন্দ। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। পরে তিনি গড়গড়ি আবাসন প্রকল্প পরিদর্শন করেন এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।