কৃষিবীদদের গবেষণার ফলে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটেছে
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। ২০২১-২০২২ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ ও মসুর ডাল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে। প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সবুজ বিপ্লব। তার কারণ ছিলো। আমাদের দেশে একসময় জমি ছিলো এক ফসলী। বিঘায় ৮ মণ ধান হতো। এখন হয় কমপক্ষে ২৫ মণ। কৃষিবিদদের গবেষণার ফলে কৃষিক্ষেত্রে এ বিপ্লব ঘটেছে।
তিনি বলেন, আগে দেশের জনসংখ্যা ছিলো ৭ কোটি। এখন ১৭ কোটি। এই বিপুল সংখ্যক মানুষের অন্নের ব্যবস্থা করেছেন কৃষিবীদরা। কৃষির মতো সব সেক্টরে যদি বিজ্ঞানভিত্তিক অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারা যায়, তাহলে দেশ অনেক উন্নত হবে। এ সরকার কৃষিবান্ধব সরকার। বিএনপির সময় টাকা নিয়ে ঘুরে ঘুরে কৃষকরা সার পায়নি। তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, জেলা পরিষদের সদস্য আবু মুসা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহের রানার উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পাইলট বহুমুখি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁখি, উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ, তথ্যসেবা কর্মকর্তা সিগ্ধা দাস, পৌর আ.লীগের যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দফতর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, ইউনিয়ন আ.লীগের সভাপতি জয়নাল আবেদীন, সমীর কুমার দে, কৃষক খসরুল আলম, জাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মতিয়ার রহমান, জাহিদুল ইসলাম, আহসান উল হক শাহীন, ইখতেখার উদ্দিন, মুস্তাক আহাম্মেদ, রুপা আকতার প্রমুখ। পরে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।