আলমডাঙ্গায় বিভিন্ন মামলার ১৭ আসামি গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় ১৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার থেকে রোববার ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আদালতের পরোয়ানাভুক্ত জিআর ছয় জন, সিআর ৭ জনসহ ১৫১ ধারায় দুজন, চুরি মামলায় দুজন রয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বিশেষ অভিযানে আলমডাঙ্গার বিভিন্ন গ্রাম থেকে ১৭ জনকে আটক করা হয়েছে। অধিকাংশ গ্রেফতারী পরোয়ানাভুক্ত। এছাড়াও চুরিসহ চলমান মামলার আসামিও রয়েছে। ২১ আগস্ট রোববার গ্রেফতারকৃত আসামিদের আদালতের সোপর্দ করা হয়েছে।

Comments (0)
Add Comment