আলমডাঙ্গায় বিক্রি নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় বিক্রি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার রাতে শ্রীরামপুর কপাটে ব্রিজের নিকট অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
জানা গেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জামাল ব্রিজ এলাকার খাদেম আলীর ছেলে রতন আলী (২২) ও একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে আব্দুর রশিদ (৪২) দীর্ঘদিন ধরে এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে। সে বাইরে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে। সোমবার রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।