আলমডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু ; দামুড়হুদায় আহত ১

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রুইতনপুর গ্রামে বজ্রপাতে কোরবান আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি রুইতনপুর গ্রামের পূর্বপাড়ার শুকুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কোরবান আলী আজ রোববার বিকেলে মাঠে পাটখেতে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রবল বেগে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে গুরুতর আহত হন কোরবান। আশপাশের লোকজন মুমুর্ষ অবস্থায় তাঁকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করে। কিন্ত, পথিমধ্যেই মারা যায় কোরবান। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বজ্রপাতে একজন আহত হয়েছে। রোববার বিকেল ৬ টা দিকে কার্পাসডাঙ্গা গ্রামের মাঝপাড়ায় মোঃ মুকুলের নিজ বাড়ির নারিকেল কাছে বজ্রপাত ঘটলে গাছের নিচে থাকা মুকুলের মেয়ে আহত হন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। এদিকে বজ্রপাতের পরপরই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে নারিকেল গাছে। পরে অবাক বিস্ময়ে তা দেখেছেন স্থানীয় লোকজন।

Comments (0)
Add Comment