আলমডাঙ্গায় ফেনসিডিল ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত পরশু মঙ্গলবার রাতে আলমডাঙ্গা রেল স্টেশন এলাকা থেকে ৫ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ট্যাপেন্টাডলসহ দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার শামীম হোসেনের ছেলে সোহেল রানা (২৭) ও একই গ্রামের সর্দারপাড়ার ওহিদ মোল্লার ছেলে সুমন (২৫)। পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গা থানার এসআই তারিফুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রেল স্টেশন মসজিদের সামনে থেকে সোহেল রানা ও সুমনকে আটক করে। আটকের পর তাদের নিকট থেকে ৫ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। তারা প্রায়ই আলমডাঙ্গা এলাকায় মাদকদ্রব্য ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করতে আসে। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।