আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ওসমানপুর ফাঁড়ি পুলিশের অত্যাচার থেকে ছেলেকে বাঁচাতে পুলিশ সুপারের নিকট অভিযোগ করলেন পিতা। গত ২৮ ফেব্রুয়ারি রাতে হারদী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ওমর মালিথা, হাসান ও হান্নানের পরামর্শে কুসুম তার স্বামী আক্তারুলকে ক্যাম্প পুলিশ দিয়ে ধরিয়ে নির্যাতন করে। পরে ৩ মার্চ আক্তারুলের পিতা ওসমান ম-ল পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের ওসমান ম-লের ছেলে আক্তারুলের সাথে ৩ বছর আগে কুষ্টিয়া জেলার ইবি থানার গোস্বামী দুর্গাপূজা গ্রামের কুসুম খাতুনের বিয়ে হয়। ৩ বছরের সাংসারিক জীবনে তাদের এক সন্তান রয়েছে। স্বামীর সাথে ঝগড়া করে কুসুম খাতুন তার পিতার সাথে স্বামীগৃহ ছেড়ে চলে যায়। কিন্তু লক্ষ্মীপুর গ্রামের ওমর মালিথা, হাসান, ওসমানপুরের হান্নানের পরামর্শে গত ২৮ ফেব্রুয়ারি ওসমানপুর প্রাগপুর ক্যাম্প পুলিশ দিয়ে আক্তারুলকে আটক করে। পরে অমানুষিক নির্যাতনের ফলে তিনি অসুস্থ হলে হারদী হাসপাতালে ভর্তি করা হয়। ছেলের ওপর অমানুষিক অত্যাচার দেখে পিতা বাদি হয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।