স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে আটকের পর কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪২০ গ্রাম গাঁজা ও ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ভিন্ন মেয়াদে কারাদ- দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।
সাজাপ্রাপ্ত দুজন হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের বিশ্বাসপাড়ার আলেহীন বিশ্বাসের ছেলে সিকান্দার কবির (২৮) ও একই উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের শ্রী রতন কর্মকারের ছেলে শ্রী লক্ষ্মণ কর্মকার (৩৮)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার সকালে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। অভিযানকালে সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর বিশ্বাসপাড়ার সিকান্দার কবিরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ৪২০ গ্রাম গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদ- ও পাঁচশ টাকা জরিমানা করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে রাধিকাগঞ্জ গ্রামের শ্রী লক্ষ্মণ কর্মকারকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ মাসের কারাদ- ও এক হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। গতকালই সাজাপ্রাপ্ত দুজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।