আলমডাঙ্গায় দুই দিনব্যাপী পিঠা উৎসব ও চারু-কারুশিল্প মেলা শুরু

আলমডাঙ্গা ব্যুরো: তরুণ প্রজন্মকে বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা এবং গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য সংরক্ষণে আলমডাঙ্গা উপজেলায় আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী পিঠা উৎসব ও চারু-কারুশিল্প মেলা। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে গতকাল সোমবার সকালে উপজেলা মঞ্চে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমি সুপারভাইজার ইমরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উদ্বোধনী বক্তব্যে আশীষ কুমার বসু বলেন, এই উৎসব কেবলমাত্র একটি মেলা নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস। তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই মেলা সকলের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে। উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, এই মেলায় প্রদর্শিত পিঠা এবং চারু-কারুশিল্প আমাদের গ্রামীণ ঐতিহ্যের অংশ। এটি শুধুমাত্র স্বাদ ও রুচির বিষয় নয়, বরং আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিক।
পিঠা উৎসব ও চারু-কারুশিল্প মেলা উপভোগ করতে আসা আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আরফিন জামান অবিকা জানায়, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে তারুণ্যের যে উৎসব চলছে সেখানে এই পিঠা মেলার উৎসবের কমতি নেই। বিশেষ করে এবার স্টলে স্থান পেয়েছে জিরা পিঠা, ভাপা, নকশি, চিতই, পাটিসাপটা, জামাই বরণ পিঠা ও ডালপিঠাসহ শতাধিক পিঠার সমারোহ। অনেক খুশি লাগছে। সবাই মিলে উপভোগ করছি। মেলায় পিঠা, চারু ও কারুশিল্পের ২৭টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলোতে বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী পিঠা এবং নান্দনিক চারু-কারুশিল্প প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধনের পরপরই উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় জমায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। মেলার পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।