আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভাসহ সকল ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক ছেলুন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধান অতিথি থেকে পৌরসভা ও ইউনিয়ন সভাপতিদের হাতে শীতার্তদের মাঝে বিতরণের জন্য ১ হাজার শীতবস্ত্র তুলে দেন।
এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, মানুষকে ভালোবাসলে সারা জীবন তাকে মনে রাখে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষকে ভালবাসতেন। সে কারণে আজও মানুষ তাকে ভুলতে পারে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মানুষকে ভালবাসে। যে কারণে তাকে কয়েকবার হত্যা করার জন্য হামলা করলেও আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। তিনি আরও বলেন, প্রত্যেক নেতাকর্মীকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে হবে। দুস্থ মানুষ যাতে শীতের কষ্ট না পায় সে দিকে খেয়াল রাখতে হবে। মানুষের সেবার কোনো বিকল্প নেই।
পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান পিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অ্যাড. সালমুন আহমেদ ডন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আবু মুসা, মিজানুর রহমান মিজান, রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু তাহের আবু, আওয়ামী লীগ নেতা সমীর দে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামিম, মাহমুদুল হাসান চঞ্চল, নুরুল ইসলাম দিপু, আশিকুজ্জামান ওল্টু, হাসানুজ্জামান হান্নান, আব্দুল হান্নান, সাজিবার রহমান, তোফাজ্জেল হোসেন, মকবুল, শহিদুল ইসলাম লাল্টু, হায়াত আলী, আলী আশরাফ মুন্নু, রাহাত, দিরার আলী, আব্দুর রাজ্জাক, বাবলু, লোটাস, পৌর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সম্পাদকের মধ্যে কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, রেজাউল হক তবা, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, খন্দকার মজিবুল ইসলাম, লাবলু, যুবলীগ নেতা আহসান উল্লাহ, সাজ্জাদুল ইসলাম স্বপন, টুটুল, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা রকি, সাকিব, টিটন, অটাল, শিহাব প্রমুখ।