আলমডাঙ্গা ব্যুরো: ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে স্বাধীনতাবিরোধী অপশক্তি সাম্প্রদায়িক ও উগ্র মৌলবাদী গোষ্ঠি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টি করেছে। যারা হরতালের নামে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত করার চেষ্টা করছে; তাদেরকে প্রতিহত করা হবে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে দেয়া যাবে না। এ জন্য আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’ গতকাল রোববার আলমডাঙ্গা পার্টি অফিসে মতবিনিময়সভায় আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময়সভায় উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ^াস, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও জেলা পরিষদের সদস্য আবু মুসা, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমার ফারুক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, পৌর আ.লীগের সহ-সভাপতি আবু ডালিম, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, নুরুল ইসলাম, তরিকুল ইসলাম। উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামীম, হাসানুজ্জামান হান্নান, আব্দুল হান্নান, নুরুল ইসলাম দিপু, আশিকুজ্জামান ওল্টু, বাবলু চৌধুরী, মকবুল হোসেন, ওয়ার্ড আ.লীগের সভাপতি সম্পাদকের মধ্যে সোনা উল্লাহ, জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, আক্তারুজ্জামান, কালু ঘোষ, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাঈন বাদশা, ছাত্রলীগ নেতা রঞ্জু, সাকিব, রকি, অটাল প্রমুখ।