আলমডাঙ্গা ব্যুরো: অপহরণের দীর্ঘ ১ মাস ৪দিন পর আলমডাঙ্গা স্টেশনপাড়ার সনাতন ধর্মের মেয়েকে অপহরণকারী সাব্বিরকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে সনাতন ধর্মের ওই মেয়েকে। গত ১১ আগস্ট আলমডাঙ্গা স্টেশনপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। গতকাল বুধবার আলমডাঙ্গা থানা পুলিশ চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে সাব্বিরকে আটকের পর ওই মেয়েকে উদ্ধার করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর স্টেশনপাড়ার শ্রী বাসুদেব বেদের মেয়েকে কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহদ গ্রামের বাবলু হোসেনের ছেলে সাব্বির হোসেন প্রেমের ফাঁদে ফেলে তুলে নিয়ে যায়। পরে বিষয়টি বাসু দেব বেদ জানতে পেরে সাব্বির হোসেনের পরিবারের সাথে যোগাযোগ করে। তারা ওই মেয়েকে ফেরত দিতে চেয়ে ফেরত না দিলে গত ২৫ আগস্ট আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ওই মেয়ের মা বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলায় আলমডাঙ্গা থানার আইটি অভিজ্ঞ এসআই সুলতান মাহমুদ ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সাব্বিরের মোবাইলের লোকেশন জানার চেষ্টা করে। পরে ১৫ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে সাব্বিরে কৌশলে আটক করে। আটকের পর সনাতন ধর্মের ওই মেয়েকে উদ্ধার করে। গতকাল বুধবার সাব্বিরকে জেলহাজতে প্রেরণ করেছে। আজ বৃহস্পতিবার সনাতন ধর্মের ওই মেয়েকে বিজ্ঞ আদালতে নিয়ে যাওয়া হবে।