আলমডাঙ্গার সাহেবপুরে তালাকপ্রাপ্ত নারীকে উত্যক্ত করার অভিযোগ

বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার সাহেবপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। প্রায় বছর খানেক আগে তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাড়িতে থাকায় স্থানীয় কয়েকজন মিলে মোবাইল ফোনে কুপ্রস্তাব দিতে থাকে ওই নারীকে। বিষয়টি প্রত্যাখান করলে বাধে বিপত্তি। বিষয়টি গ্রামে জানাজানি হওয়ার পরেও তারা থেমে না থেকে গত রোববার রাত ৯টার দিকে তারাবির নামাজরত অবস্থায় একই পাড়ার কামরুল ইসলামের ছেলে আকাশ (২৭) ও মৃত কায়েম আলীর ছেলে আশাবুল হক মিলে নারীকে (২৭) তুলে নিতে আসে বাড়ির মধ্যে। এ সময় পরিবারের লোকজন রক্ষা করে। এ ঘটনায় ওই নারী আলমডাঙ্গা থানায় আকাশ আক্তার ও ওয়াসিম নামে একটি অভিযোগ করেন। এছাড়াও গ্রামের ছালাম আলীর ছেলে আশিক আলী (২০), বেদন খাতুনের ছেলে ইন্তাদুল (৩০), কায়েম আলীর ছেলে আশাবুল ও মিজারসহ মোট ৬জনের নাম উল্লেখ করে ওই নারী বলেন, আমি তালাক হওয়ার পর থেকে এরা সবাই আমাকে বিভিন্ন সময় বিরক্ত কর আসছে। বিষয়টি তাদের পরিবারকে জানালেও কোনো সমাধান হয় না বরং তারা আবার রাতে আমাকে তুলে নিতে আসে। আমি তাদের কথায় রাজি না হওয়ায় আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার কারণে আমার সাথে নিয়মিত এই ধরনের কাজ করে থাকে। এর একটা সুষ্ঠ বিচার চাই। এজন্য আলমডাঙ্গা থানায় অভিযোগ করেছি। স্থানীয়রা জানায় মৃত ফজুর ছেলে রিপন আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকদিন যাবৎ ওই নারীর বাড়িতে যাওয়া আসা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বলতে গেলে বাধে ঝামেলা যার কারণে হয়তো এই ধরনের দ¦ন্দ্ব শুরু হয়েছে। ভুক্তভোগী নারী জানায়, তাদের বিরক্তিকর কল দেয়ার কারণে সিম পাল্টিয়ে কোনো লাভ হয়নি বরং তারা আরও বেশি বিরক্ত শুরু করে। এর জন্য আমি সবসময় ভয়ে জীবন অতিবাহিত করছি। সবশেষে আমাকে রাতের আধারে তুলে নিতে আসে। স্থানীয়রা জানান, আমরা চাই যারা এই ধরনের খারাপ কাজের সাথে জড়িত তাদের বিচার হওয়া দরকার।