আলমডাঙ্গার শেফা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শেফা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২৫ হাজার টাকা জরিামানা করেছে। ২০ আগস্ট রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, আলমডাঙ্গা শহরের কলেজপাড়ায় শেফা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অবস্থিত। শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শেফা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। এসময় ক্লিনিকে ডাক্তার নার্স না থাকার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে আলমডাঙ্গা থানার এসআই মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment